Khoborerchokh logo

পীরগঞ্জে দিনদুপুরে আবারো বাড়িতে হামলা,আহত-১ 79 0

Khoborerchokh logo

পীরগঞ্জে দিনদুপুরে আবারো বাড়িতে হামলা,আহত-১

মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকে :
পীরগঞ্জ থানা পুলিশ এজাহার তদন্ত করে যেতে না যেতেই আবারো বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর (৩০) নামের একব্যক্তি গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার জগনাথপুর গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মধ্য যুগীয় কায়দায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ৭টি পাকা ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয় প্রতিপক্ষ মজনু মিয়ার লোকজন। এ সময় দোকানে ও ঘরে থাকা আসবাবপত্র, ৪টি মোটরসাইকেল ভাংচুর এবং নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটায়। 


এ বিষয়ে বুধবার পীরগঞ্জ থানায় লিখিত এজাহার দাখিল করে ভুক্তভোগী শরিফুল ইসলাম। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই এরশাদ ও এএসআই মিঠু ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে আসতে না আসতেই ক্ষিপ্ত মজনু মিয়ার লোকজন শফিকুল ইসলামের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এ ব্যাপারে এসআই এরশাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ব্যক্তি খুব বেশী গুরুতর নয়।


উল্লেখ্য, জগনাথপুর গ্রামের মৃত আকবার আলীর ব্যবসায়ী পুত্র শফিকুল ইসলাম সম্প্রতি জগনাথপুর তেল পাম্প সংলগ্ন একটি দোকান ঘরসহ ৭কক্ষ বিশিষ্ট দালানের বাসা বাড়ি নির্মাণ পূর্বক ভাড়া দিয়ে আসছেন। শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের মজিবর রহমানের পুত্র মজনু মিয়ার ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মজনু মিয়া ও তার লোকজন মঙ্গলবার মধ্যরাতে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে শফিকুল ইসলামের বাসায় অতর্কিত হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ সময় ভাড়ায় থাকা লোকজন প্রাণ ভয়ে দিকবিদিক ছুটতে থাকে। দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে থাকা নগদ অর্থ, ৪টি মোটরসাইকেল ভাংচুরসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে।


এক পর্যায়ে ভাড়াটিয়াদের মোবাইল পেয়ে শরিফুল ইসলাম ঘটনাস্থলে আসলে দুষ্কৃতকারীরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। যাওয়া সময় ওই দুষ্কৃতকারীর দল শফিকুল ইসলামের বসত বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com